নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "এমন কথা আগে কখনও শুনিনি। নিম্ন আদালতের জামিন আদেশ এখনো আপলোড করা হয়নি, আমরাও পাইনি। যখন আদেশ আসেনি, তখন হাইকোর্টের শুনানি কী? কী নিয়ে আদালতের দ্বারস্থ হল ইডি? এবং কিসের ভিত্তিতে আদালত বলছে যে তারা এই মামলার শুনানি করবে? ইডি চ্যালেঞ্জিং কি। বিজেপির কেন্দ্রীয় সরকার এটাকে ব্যক্তিগত শত্রুতা হিসেবে নিচ্ছে। এভাবে কোনও কেন্দ্রীয় সংস্থার কাজ করা উচিত নয়।"