নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, "৩১ মার্চ রামলীলা ময়দানে যা দেখা গেল, তা চমকে দিল বিজেপিকে। সেই মঞ্চে জড়ো হয়েছিলেন ভারতের বিরোধী দলগুলোর বড় বড় নেতারা। আমাদের দলের সব প্রবীণ নেতা জেলে রয়েছেন - অতিশী, দুর্গেশ পাঠক, সন্দীপ পাঠক এবং আমি ছোট লোক। আমরা এই নেতাদের ফোন করে আসতে অনুরোধ করেছি, আমাদের প্রবীণ নেতারা জেলে আছেন এবং আমরা দিল্লিতে 'মহাসমাবেশ' করছি। সব নেতাই বলেছেন যে তারা অবশ্যই সেখানে থাকবেন এবং তারা করেছেন। বিজেপি বলছে যে তাদের যা করা উচিত ছিল তা তারা আমাদের সঙ্গে করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং আমাদের সকল বড় নেতাদের গ্রেপ্তার করেছে কিন্তু পার্টি এখনও দাঁড়িয়ে আছে। বিজেপি জানে মানুষ ভোট দিতে ভয় পাবে না। আজ দেশের মানুষ ভীত এবং এটি দেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। ব্রিটিশ আমলে মানুষ ভয় পেত। ব্রিটিশরা জেলের ভয় দেখিয়ে আমাদের শাসন করেছিল। আজ কেন্দ্রের বিজেপি সরকার প্রায় সেরকমই হয়ে গিয়েছে।"