ইডির তালিকায় বিজেপি নেত্রী বাঁসুরি স্বরাজ! বড় তথ্য ফাঁস

ইডির তালিকায় বিজেপি নেত্রী। কিন্তু কেন?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
3f9rrnv4_bansuri-swaraj_625x300_02_March_24

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। 

AAP-Sanjay-Singh-arrested

এই নিয়ে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, 'সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ইডিকে সতর্ক করে বলে, আপনি যদি এই জামিনের বিরোধিতা করেন, তাহলে আমরা যোগ্যতা ও তথ্যের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত লিখব। আপনারা সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেননি...বিজেপি নেত্রী বাঁসুরি স্বরাজের নামও ইডির আইনজীবীদের তালিকায় রয়েছে। তাই স্পষ্ট হয়ে গেছে ইডি আর বিজেপি এক'।

AAP Leader Saurabh Bhardwaj Accuses Government Of Political Vendetta

 

 

Add 1