নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন দিল্লির আম আদমি পার্টির প্রেসিডেন্ট সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন,''গোপন সূত্র মারফত পাওয়া তথ্য হাতে থাকার পরেও এই হামলা হয়েছে, যা আসলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। কেন্দ্রকেই এখন স্পষ্ট করতে হবে যে এই ঘটনার জন্য কে দায়ী।''
/anm-bengali/media/media_files/vJZkKbETgiJPVal7BXLF.webp)
এরপর তিনি বলেন,''যদি পাকিস্তান থেকে কেউ এসে এটা করে থাকে, তাহলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। পুরো বিরোধী শিবির কেন্দ্রের পাশে আছে।"