নিজস্ব সংবাদদাতাঃ আজ রাঁচিতে ইন্ডিয়া জোটের 'উলগুলান ন্যায় সমাবেশ' সম্পর্কে আপ নেতা সঞ্জয় সিং বিশেষ মন্তব্য করেছেন।
/anm-bengali/media/media_files/12hXRhAxCfbQG7nobAFw.jpg)
আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, “এই সমাবেশ সংবিধান, গণতন্ত্র বাঁচানোর জন্য। এই সরকারকে বিদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনবারের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকিয়েছেন তারা। ইনসুলিন নিতে হিমশিম খাচ্ছেন তিনি। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছে তারা। বীর বীরসা মুন্ডার মাটিতে রাঁচিতে একজোট হচ্ছি এই সরকারকে সরাতে আমরা।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)