জামিন পেলেন আপ নেতা! ক্রমেই জোরালো হচ্ছে কেজরিওয়ালের দাবি

সুপ্রিম কোর্টে আপ নেতা সঞ্জয় সিংয়ের জামিনের কোনও রকম বিরোধিতা করেনি কেন্দ্রীয় সংস্থা। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু বলেন, এটি কোনও ইউ-টার্ন নয়, আমি আপনাকে পরে বলব কৌশলটি কী ছিল।"

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Sanjay Singh

নিজস্ব সংবাদদাতা : সুপ্রিম কোর্টে আপ নেতা সঞ্জয় সিংয়ের জামিনের কোনও রকম বিরোধিতা করেনি কেন্দ্রীয় সংস্থা।  দিল্লি আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া আপ নেতা সঞ্জয় সিং জামিন পান। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু বলেন, এটি কোনও ইউ-টার্ন নয়, আমি আপনাকে পরে বলব কৌশলটি কী ছিল।" 

supreme court

 

 tamacha4.jpeg