নির্বাচন সুষ্ঠু ভাবে হবে না, আশঙ্কা প্রকাশ করলেন আপ নেতা

'নির্বাচন কমিশনের নাকের ডগায় এসব ঘটছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjay singh j1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশীর অভিযোগের বিষয়ে, আপ নেতা সঞ্জয় সিং এদিন বলেন, “এগুলি কেবল অভিযোগ নয়। পুলিশ রাত ১০ টায় আমাদের কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। কোন ভিত্তিতে তারা বলছে যে সন্দেহজনক ব্যক্তিরা প্রচার করছে। পুলিশের কি রাতের বেলায় কারো বাড়িতে নোটিশ, সমন বা এফআইআর ছাড়াই তল্লাশি চালানোর অধিকার আছে? নির্বাচন কমিশনের নাকের ডগায় এসব ঘটছে। আমরা নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিলাম। ৩ দিন হয়ে গেল কিন্তু আমাদের এখনও সময় দেওয়া হয়নি। কেউ অভিযোগ করলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে, কয়েকটি অভিযোগের উপর ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখন, কিছুই নেই। এই নির্বাচন কীভাবে সুষ্ঠু ভাবে হতে পারে?”।

atishigj.jpg