নিজস্ব সংবাদদাতাঃ আবগারি নীতি কেলেঙ্কারিতে সিবিআইয়ের দায়ের করা দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
এই বিষয়ে চণ্ডীগড়ে পঞ্জাবের মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা হরপাল সিং চিমা বলছেন, "প্রথমত, সুপ্রিম কোর্ট বিজেপির মিথ্যা মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে। আমি মনে করি, এটা সত্যের জয়। সত্যকে চাপা দেওয়া যায় না, সত্যকে একদিন বের করতেই হবে।"
প্রসঙ্গত, অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই-এর দায়ের করা দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ। গত ৫ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ এবং সিবিআই-এর দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরিওয়াল। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিবালের গ্রেফতারিকে বৈধ বলেই মানল সুপ্রিম কোর্ট। যেহেতু, এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে, তাই আপ প্রধানের জামিন মঞ্জুর করল আদালত। কেজরিওয়াল জামিনে জেলের বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কাকে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট।