নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী বলেন, "গতকাল রাউস অ্যাভিনিউ কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের শুনানির সময় ইডির আইনজীবী এএসজি এসভি রাজু অজান্তেই এজেন্সির আসল উদ্দেশ্য বিশ্বের সামনে তুলে ধরেন। তিনি বলেছিলেন যে ইডির আরও কিছুদিন অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতে থাকা দরকার কারণ কেজরিওয়াল তাদের তার ফোনের পাসওয়ার্ড দেননি। এই সেই ইডি, যারা জানিয়েছিল, মদ নীতি তৈরি ও রূপায়ণের সময় অরবিন্দ কেজরিওয়াল যে ফোন ব্যবহার করেছিলেন, তা তাঁদের খুঁজে পাওয়া যায়নি। ইডি নয়, বিজেপি পাসওয়ার্ড চায়।"