নিজস্ব সংবাদদাতা: AAP নেতা মনীশ সিসোদিয়া হরিয়ানার বল্লবগড়ে তাঁর 'পদযাত্রা' চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "হরিয়ানার লোকেরা অনেক আশা নিয়ে বিজেপিকে নির্বাচিত করেছিল, কিন্তু দল তাদের প্রতারণা ও লুট করেছে। তারা রাজ্যে স্কুল, হাসপাতাল এবং কর্মসংস্থান নিয়ে কাজ করেনি। এখানকার মানুষ গত ১০ বছর ধরে দুঃখে রয়েছে এবং তারা এখন পরিবর্তন চায়।"
/anm-bengali/media/media_files/rBipfSNHzpDxLhMt1nj5.jpg)
/anm-bengali/media/media_files/EhjhqBLAvFpTghP48CxF.JPG)