‘দিল্লির দূষণের জন্যে কোনও দিনও কাজ করেনি আপ সরকার’, সত্য এলো প্রকাশ্যে

ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লির বাতাসে বিষ মিশে চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi foam

File Picture

নিজস্ব সংবাদদাতা: শীতের দেখা নেই এখনও পর্যন্ত। তার আগেই দূষণের প্রকোপে দিল্লি। পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লির বাতাসে বিষ মিশে চলেছে। বিষ মিশছে যমুনার জলেও। এই মুহুর্তে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার কালো জল। একঝলক দেখে পেঁজা তুলোর মতো মেঘ বলে মনে হলেও, ওই ফেনা আসলে বিষাক্ত। অক্টোবর মাসের শুরু থেকে এদিন পর্যন্ত যমুনার এমন অবস্থায় বিপদ দেখছেন পরিবেশবিদরা। 

foam

এই ঘটনায় উঠে এসেছে রাজনৈতিক প্রসঙ্গ। দিল্লি সরকার কাজ করছে না, কার্যত এমনটাই দাবি বিরোধীদের। এদিন দিল্লি কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “দীপাবলির পরের দিন যখন আমরা যমুনা ঘাটে থাকি, তখন আমরা নদীর উপর একটি পুরু ফেনা দেখতে পাই। এই ফেনার পিছনের কারণ, এখানে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির দ্বারা করা দুর্নীতি ফুটে ওঠে। এখন ছট পূজার আগে, তারা রাসায়নিক ডিফোমার ছিটিয়ে দিচ্ছে কিন্তু পাঞ্জাবের খড় পোড়ানোর কথা ভুলে যাচ্ছে। তারা দিল্লির দূষণের কারণ নিয়ে কাজ করেনি। দিল্লির দূষণ পরিস্থিতি একটুও বদলায়নি”।