আসামে পা রাখল আপ, আরেক রাজ্যেও চলবে ঝাড়ু ঝড়

'আমি বিশ্বাস করি যে AAP রাজ্যে তার খাতা খুলতে সক্ষম হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aapinassam-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসামে পা রাখলেন আপের প্রতিনিধিরা। এদিন ডিব্রুগড় থেকে দিল্লির মন্ত্রী ও আপ নেতা আতিশি বলেন, “আপ সবসময়ই আসামের জনগণের কাছ থেকে ভালবাসা পেয়েছে, তারা আপের ওপর বিশ্বাসী এবং তাই আমরা এখানে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এটা দুঃখজনক যে অন্যান্য রাজ্যে যে ভাবে জোট হয়েছে, সেরকম আসামেও হওয়া উচিত ছিল। কিন্তু তবুও, আমি বিশ্বাস করি যে AAP রাজ্যে তার খাতা খুলতে সক্ষম হবে। আসামের অন্যতম প্রধান সমস্যা হল CAA, AAP যার বিরোধিতা করে। যদি আপনি দেশের মানুষকে চাকরি-বাসস্থান না দিতে পারেন, তাহলে অন্য দেশের মানুষকে নাগরিকত্ব, চাকরি, বাড়ি-ঘর কেন দেবেন? তাই আমরা এখানে ভোটের এজেন্ডা করছি সিএএ-র বিরোধীতা”।

delhi minister atishi .jpg

aap_party.com-avif-to-jpg-converter (1).jpg

Add 1