দিল্লি নির্বাচনের আগে ভেঙে যাবে আপ, আশঙ্কার কথা শোনালেন নেতা

'দিল্লি নির্বাচনের আগে আম আদমি পার্টি বিভক্ত হতে চলেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kejriatishi

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিজেপি নেতা গৌরব বল্লভ এদিন বলেন, “কেজরিওয়াল জি, আপনি যখন মদের অভিযোগে জেলে ছিলেন, তখনও বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা দিল্লির জনগণের জন্য কাজ করছিল। আপনি এবং আপনার সরকার একটাই কাজ করেছেন, দুর্নীতি। তাই এখন আপনার পার্টির নাম পরিবর্তন করে রাখা উচিত অরবিন্দ কেজরিওয়ালের কথা। একটি দল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং অন্য দলটি মুখ্যমন্ত্রী অতীশির সঙ্গে। তাই আমি মনে করি দিল্লি নির্বাচনের আগে আম আদমি পার্টি বিভক্ত হতে চলেছে”।

aaapleaders