প্রিয় নেতাকে স্বাগত জানাতে উদগ্রীব! তিহার জেলের বাইরে আপ কর্মীরা

দলের সাংসদ সঞ্জয় সিংকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে তিহার জেলের বাইরে জড়ো হয়েছেন আপ কর্মীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
aap workers .jpg

নিজস্ব সংবাদদাতা: দলের সাংসদ সঞ্জয় সিংয়ের মুক্তির আগে আম আপ কর্মীরা তিহার জেলের বাইরে জড়ো হয়েছে৷ দিল্লি আবগারি নীতি মামলায়  তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

Sanjay Singh

 

 tamacha4.jpeg