এবার আপ

কি করলেন আপ নেতা?

author-image
Aniket
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: এবার আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বিধি ২৬৭ এর অধীনে স্থগিতের নোটিশ দিয়েছেন এবং উচ্চকক্ষে আলোচনার দাবি জানিয়েছেন। যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি এবং দিল্লিতে জল সংকটের সমস্যা নিয়ে তিনি স্থগিত নোটিশ দিয়েছেন। এছাড়াও মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় উচ্চকক্ষে জিরো আওয়ার্সের নোটিশও দিয়েছেন তিনি।