BREAKING: ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হবে! ঘোষণা হয়ে গেল

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করার অভিযান আগামী মাসে আরও জোরদার করা হবে। নির্বাচন কমিশন 326 অনুচ্ছেদ, RP আইন, 1950 এবং EPIC-কে আধার নম্বরের সাথে লিঙ্ক করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সাংবিধানিক কাঠামোর মধ্যে যথাযথ ব্যবস্থা নেবে।

वोटर आईडी से लिंक होगा आधार कार्ड

এই বিষয়ে UIDAI এবং ECI বিশেষজ্ঞদের মধ্যে প্রযুক্তিগত পরামর্শ শীঘ্রই শুরু হবে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশীসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং UIDAI-এর সিইও এবং নির্বাচন কমিশনের কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।