নিজস্ব সংবাদদাতা: বাংলাজুড়ে তোলপাড় জাগিয়ে দিয়েছে আধার কার্ড বাতিলের খবর। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যিই যদি আপনার কাছেও আসে আধার কার্ড বাতিলের চিঠি তাহলে কী করে করবেন এই জরুরি ডক্যুমেন্ট ‘অ্যাকটিভেট’? জেনে নিতে হবে UIDAI এর কিছু সহজ নিয়ম।
UIDAI ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসেস ট্যাবে গেলে অপশন আসবে, ‘ভেরিফাই আধার নম্বর।’ সেখানে ক্লিক করলে খুলে যাবে আরো একটি পেজ। সেখানে নিজের আধার নম্বরটি দিয়ে ‘ক্যাপচা কোড’ দিয়ে দেবেন। গ্রিন চেকমার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে।