নিজস্ব সংবাদদাতা: সরকারি-বেসরকারি যে কোনও কাজেই এখন প্রয়োজন আধার কার্ডের। কেন্দ্রের তরফেও আধার কার্ড নিয়ে নিয়মের কড়াকড়ি জারি করা হয়েছে। নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হয়েছে। আর আধার কার্ডের এই তথ্য আপডেট নিয়েই রয়েছে বড় খবর।
আধার কার্ডের তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে সরকার। তাও আবার বিনামূল্যে। অনলাইনে আধার কার্ডের ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, ইমেল অ্যাড্রেসের মতো তথ্য আপডেট করা যাবে। এর জন্য কোনও চার্জও দিতে হবে না। বিনামূল্যে এই তথ্য আপডেট করার শেষ সুযোগ হল ১৪ সেপ্টেম্বর। অর্থাৎ ১৪ সেপ্টেম্বরের পর থেকে বিনামূল্যে আর আধার কার্ডে তথ্য আপডেট করা যাবে না।
File Picture
কেন্দ্রের তরফে এর আগে একাধিকবার আধার কার্ডে তথ্য আপডেটের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এই বছর নতুন করে আর কোনও ঘোষণা করেনি সরকার। তাই অনুমোদন করা হচ্ছে, এবার আর আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়ানো হবে না। সুতরাং যাদের এখনও আধার কার্ড আপডেট করা হয়নি, তাঁদের হাতে আর মাত্র ১০ দিন সময় রয়েছে।