GOOD NEWS: বিনামূল্যে আধার কার্ড আপডেট! বেড়ে গেল তারিখ

যখন কোনও মহিলা বিয়ে করেন তখন পদবি পরিবর্তন করা হয়। সেই সময়ে আধার কার্ড আপডেট করতে হয়। এছাড়া জন্মের তারিখ, নাম ও ঠিকানায় ভুল থাকলে আপনার আধার কার্ড আপডেট করতে হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
aadhaar

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আধার কার্ড হোল্ডারদের জন্য এল দারুণ খবর। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগে UIDAI জানায় যে বিনামূল্যে আধার আপডেট করা যাবে ১৪ জুন পর্যন্ত। কিন্তু এখন তা বাড়ানো হয়েছে। আপনার আধার কার্ড আপডেট করার জন্য তিন মাস অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অনলাইনে আপডেট করা যাবে কার্ড। UIDAI জানিয়েছে যে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ আপলোড করতে পারবেন আধার কার্ডে। আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখার জন্য বিনামূল্যে কার্ড আপডেট করতে https://myaadhaar.uidai.gov.in - এ ক্লিক করুন।