নিজস্ব সংবাদদাতা: আধার ভারতীয় নাগরিকদের জন্য এখন অপরিহার্য হয়ে উঠেছে। বিভিন্ন প্রয়োজনে আধার কার্ডের তথ্য সব সময়ই আপডেট করে রাখতে হয়। তবে আপনারা কি জানেন বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে বিনামূল্যে আধার কার্ডের পরিচয় এবং ঠিকানা আপডেট করার কেন্দ্রের দেওয়া তিন মাসের সময়সীমা?
আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মার্চ মাসে ঘোষণা করে যাঁরা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন কিন্তু ঠিকানা বা অন্যান্য বৃত্তান্ত আপডেট করেননি, তাঁরা ১৪ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করিয়ে নিতে পারবেন। এই পরিষেবা পেতে ঠিকানা বা পরিচয়ের প্রমাণ দিতে হয় এবং ৫০ টাকা জমা করে দিতে হয়। এই পরিষেবা আধার এনরোলমেন্ট সেন্টার এবং অনলাইন দুই জায়গাতেই পেয়ে যাবেন। কী ভাবে অনলাইনে আপডেট করবেন?
১. অনলাইনে এই পরিষেবা পেতে আধার নম্বর দিয়ে লগ ইন করুন আধার অ্যাপ বা ওয়েবসাইটে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন।
২. ওটিপি দিয়ে লগ ইন করে ডকুমেন্ট আপডেট সেকশনে গিয়ে তথ্য আপডেট করার জন্য যে যে ডকুমেন্ট জমা করতে বলবে, স্ক্যান করে সেগুলি আপলোড করতে হবে।
৩. এর পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ডকুমেন্ট জমা করলে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে। পরবর্তী কালে এই নম্বর ব্যবহার করে আধার আপডেটের এই রিকোয়েস্ট সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।