এবার বাধ্যতামূলক! আধার কার্ড নিয়ে এলো বড় আপডেট

এবার আধার কার্ড বাধ্যতামূলক করা হলো। নব এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই সিদ্ধান্ত। তবে কোন রাজ্যে নেওয়া হলো এমন সিদ্ধান্ত? জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
aadhaar

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের জন্য উত্তর প্রদেশে (Uttar Pradesh) ১০ এবং ১২ শ্রেণীর ছাত্রদের আধার কার্ড (Aadhaar Card) প্রমাণীকরণ করা হবে । নবম  এবং একাদশ  শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের (Student) আধার কার্ড সার্টিফায়েড (Certified) করা হবে বলে জানা গেছে। যাতে শিক্ষার্থীরা পরের বছর হাই স্কুল (High School) এবং ইন্টারমিডিয়েটের পরীক্ষার (Intermediate Exam) ফর্ম পূরণ করার সময়ে আধার নম্বর (Aadhaar Number) বাধ্যতামূলক করা যায় তাই এই ব্যবস্থা। আধার নম্বর প্রমাণীকরণের প্রক্রিয়াটি উত্তরপ্রদেশ বোর্ডে রাজ্য সরকারের অনুমোদনের পর আনা হয়েছে। ২০২৩ সালের হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় জাল পরীক্ষার্থীর মোট ১৩৩টি ঘটনা সামনে আসে।