নিজস্ব সংবাদদাতা: ১০ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি? তাহলে এবার বড় সমস্যায় পড়তে পারেন আপনি। ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ১৪ ডিসেম্বরের মধ্যে UIDAI তার ব্যবহারকারীদের কাছে এক টাকাও চার্জ করবে না আধারের যে কোনও আপডেট করার জন্য। তবে যে কোনও বলতে সেই বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আধারের বিশেষ যে সব তথ্য আপডেটের জন্য UIDAI যে ৫০ টাকা চার্জ করে, সেটাই তারা আর নেবে না ১৪ ডিসেম্বর পর্যন্ত। মূলত জনসংখ্যা সংক্রান্ত তথ্যগুলিই আপডেট করা যাবে যেমন, নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল।
আধারের ডেমোগ্রাফিক তথ্যগুলি আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করতে পারবেন। অন্যদিকে, আপনাক ফটোগ্রাফ থেকে শুরু করে আইরিস, বায়োমেট্রিক ডিটেলের মতো তথ্যগুলি বদলাতে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করতে হবে।