নিজস্ব সংবাদদাতা: বিহারের নালন্দায় এক যুবতীর নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাহাদুর গ্রামের একটি বড় রাস্তার ধারে পড়ে থাকা যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, নিহত যুবতীর দুই পায়ের পাতায় ১০-১১টি পেরেক গাঁথা ছিল।
পথচারীরা প্রথমে দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবতীর পরনে ছিল শুধুমাত্র নাইট ড্রেস। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দুই পা ফুটো করে গেঁথে দেওয়া হয়েছে লম্বা পেরেক। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যুবতীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। অভিযুক্ত কেউ চেনা-পরিচিত হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)