চোখের জলে, উদ্বেগে, অধীর অপেক্ষায় টানেলে আটকে পড়া শ্রমিকের মা... কী বললেন

টানেলে আটকে পড়া এক শ্রমিকের মা উদ্বেগে অপেক্ষা করছেন। ছেলে ফিরে আসার মুহূর্ত যত সামনে আসছে, তত যেন উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, ছেলেকে নিজের চোখে না দেখা পর্যন্ত কিছুই বিশ্বাস করতে পারবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
tunnel 33.jpg

নিজস্ব সংবাদদাতা: রাঁচির খিরবেরা গ্রামের এক বাসিন্দা টানেলের ভিতর আটকে পড়েছেন। উদ্বেগে দিন রাত এক করে বসে আছেন সেই শ্রমিকের মা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আজ ১৭ দিন হল আমার ছেলে টানেলে আটকে রয়েছে। ছেলেকে টানেল থেকে নিরাপদে বের করলে অবশ্যই খুব খুশি হবো। তবে  নিজের চোখে ছেলেকে না দেখা অবধি কিছুই বিশ্বাস হবে না। "