অ্যাসিড আক্রমণ সহ্য- উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়েছেন জানেন? মন ভরে যাবে- কি বললেন অ্যাসিড আক্রান্ত মহিলা?
ভারতীয় টেকনিক্যাল টিম নিউ ইয়র্কে
মুখ্যমন্ত্রী- এই মুহূর্তের বিগ ব্রেকিং
PIB সামনে আনলো তথ্য, কারা কারা ছিল ‘অপারেশন সিন্দুর’-এর পিছনে দেখে নিন -
আমি খুব খুশি, আনন্দে উৎসাহে বললেন মমতা- কেনও এত খুশি তিনি?
সিঁদুরের মূল্য দেখেছে বিশ্ব- বুক ফুলিয়ে বললেন
পাকিস্তানের ত্রাণ চুরি করে পাকিস্তানের ড্যামেজ করবে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful- মমতা ব্যানার্জিকে বললেন বাংলারই নেতা
পাকিস্তানি পণ্য বিক্রি করলেই এবার কড়া শাস্তির মুখে পড়বে Amazon, Flipkart, জানালো কেন্দ্র
ভারতের প্রত্যাঘাত নিয়ে সর্বদলীয় বৈঠক এখনও হয়নি, ক্ষোভ প্রকাশ কংগ্রেসের

রাতের শহরে কতটা সুরক্ষিত নারী! পর্যটক সেজে ঘুরলেন মহিলা আইপিএস

রাতের শহর কতটা নিরাপদ দেখতে পর্যটক সেজে ঘুরে বেড়ালেন মহিলা আইপিএস অফিসার।

author-image
Tamalika Chakraborty
New Update
woman ips officer

নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় রাতে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা। কয়েক বছর আগে দিল্লির নির্ভয়া কাণ্ড ঘটেছে। এই দুটো ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। এছাড়াও রাতের শহরে একাধিক ঘটনা মেয়ের আরও আতঙ্কিত করে দেয়। এই পরিস্থিতিতে আগ্রায় রাতে মহিলারা কতটা সুরক্ষিত তা সরেজমিনে দেখতে পথে নামলেন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সুকন্যা শর্মা।

agra night

পুলিশের পোশাক থেকে একবারে সাধারণ পোশাকে পাবলিক ট্রান্সপোর্টে আগ্রায় একোনা থেকে সেকোনা ঘুরে বেড়ান আগ্রার পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সুকন্যা শর্মা। তিনি অটো রিকশাতে আগ্রা শহর ঘুরে বেড়ান। পাশাপাশি জরুরি হেল্পলাইন ১১২ কেমন কাজ করে, তা খতিয়ে দেখেন তিনি। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে বাইরে পর্যটক সেজে দাঁড়িয়ে ছিলেন এই ৩৩ বছরের মহিলা আইপিএস অফিসার। তাঁকে দেখে সাধারণ একজন মহিলা পর্যটক মনে হবে। আর সেখান থেকেই ফোন করলেন জরুরি নিরাপত্তার হেল্পলাইন নম্বরে।  তিনি সেখানে বলেন, তাজহলের একটি একটি বাড়িতে যাচ্ছেন। তাঁর পুলিশের সাহায্য লাগবে। । কিন্তু নিজের পরিচয় দেননি এই আইপিএস। আসলে তিনি দেখতে চেয়েছিলেন ফোন পেয়ে কত দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। অপর প্রান্ত থেকে তখন তাঁকে নিরাপদ জায়গায় দাঁড়াতে বলা হয়। আর যাবতীয় তথ্য দিতে বলেন। এরপর উইমেন পেট্রলিং টিমের ফোন আসে আইপিএসের ফোনে। তখন তাঁকে জানানো হয় গাড়ি আসছে তাঁকে নিতে।

তবে পুলিশ পেট্রোলিং টিম আসার পরেই আইপিএস অফিসার নিজের পরিচয় দেন। পাশাপাশি তিনি জানান, ১১২ নম্বরে ডায়াল করলে কেমন কাজ হয়, সেটাই তিনি পরীক্ষা করে দেখছিলেন। 

 tamacha4.jpeg