নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় রাতে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা। কয়েক বছর আগে দিল্লির নির্ভয়া কাণ্ড ঘটেছে। এই দুটো ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। এছাড়াও রাতের শহরে একাধিক ঘটনা মেয়ের আরও আতঙ্কিত করে দেয়। এই পরিস্থিতিতে আগ্রায় রাতে মহিলারা কতটা সুরক্ষিত তা সরেজমিনে দেখতে পথে নামলেন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সুকন্যা শর্মা।
পুলিশের পোশাক থেকে একবারে সাধারণ পোশাকে পাবলিক ট্রান্সপোর্টে আগ্রায় একোনা থেকে সেকোনা ঘুরে বেড়ান আগ্রার পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সুকন্যা শর্মা। তিনি অটো রিকশাতে আগ্রা শহর ঘুরে বেড়ান। পাশাপাশি জরুরি হেল্পলাইন ১১২ কেমন কাজ করে, তা খতিয়ে দেখেন তিনি। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে বাইরে পর্যটক সেজে দাঁড়িয়ে ছিলেন এই ৩৩ বছরের মহিলা আইপিএস অফিসার। তাঁকে দেখে সাধারণ একজন মহিলা পর্যটক মনে হবে। আর সেখান থেকেই ফোন করলেন জরুরি নিরাপত্তার হেল্পলাইন নম্বরে। তিনি সেখানে বলেন, তাজহলের একটি একটি বাড়িতে যাচ্ছেন। তাঁর পুলিশের সাহায্য লাগবে। । কিন্তু নিজের পরিচয় দেননি এই আইপিএস। আসলে তিনি দেখতে চেয়েছিলেন ফোন পেয়ে কত দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। অপর প্রান্ত থেকে তখন তাঁকে নিরাপদ জায়গায় দাঁড়াতে বলা হয়। আর যাবতীয় তথ্য দিতে বলেন। এরপর উইমেন পেট্রলিং টিমের ফোন আসে আইপিএসের ফোনে। তখন তাঁকে জানানো হয় গাড়ি আসছে তাঁকে নিতে।
তবে পুলিশ পেট্রোলিং টিম আসার পরেই আইপিএস অফিসার নিজের পরিচয় দেন। পাশাপাশি তিনি জানান, ১১২ নম্বরে ডায়াল করলে কেমন কাজ হয়, সেটাই তিনি পরীক্ষা করে দেখছিলেন।