নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল সিকিম। আবারও একবার প্রকৃতির খামখেয়ালিপনার মাশুল গুনতে হল সাধারণ পর্যটকদের। পূর্ব সিকিমে (East Sikkim) তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়েছেন বহু মানুষ। যদিও তাঁদের উদ্ধার করতে ময়দানে নামল সেনাবাহিনী (Indian Army)। এদিকে আরও বড় রকমের তথ্য দিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে, পূর্ব সিকিমে রাতে মোট ১,২১৭ জন পর্যটককে ১৭ মাইলে সরিয়ে নেওয়া হয়। বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা গ্যাংটক থেকে ১৭ মাইলের দিকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।