কাশ্মীরের পর্যটন শিল্পের ওপর পড়ল প্রভাব, বন্ধ হয়ে গেল ৪৮টি পর্যটন স্থল
তীব্র গরমে মানুষ ঘামছে, শীঘ্রই কি এর থেকে মুক্তি? বড় আপডেট এসেছে
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যার মামলায় এবার অভয়ার বাবা দিলেন বড় বার্তা
উদ্বোধন করলেন রাহুল গান্ধী
কৃষকদের অমরাবতীর নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
মোদীকে এক হয়ে যাওয়ার অনুরোধ রাহুলের- খাড়গের পর এবার দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ রাহুলের- কি বললেন জানুন?
দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ খাড়গের- কী বললেন জানা দরকার আপনারও
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর- আপনার ভাবনার বাইরে বড় দলকে নিশানা বিজেপি নেতার, কোন দলকে নিশানা করলেন বিজেপি নেতা?
হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা

স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ! শুরু হয়ে গেল অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান

দিল্লিতে অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
elhi police


নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে অবৈধ শরণার্থীদের শনাক্তকরার অভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে  নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহালা বলেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশ অনুসরণ করা হচ্ছে। এই অভিযান দীর্ঘদিন ধরে চলছে। এই অভিযানে  আমরা জনগণের ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং যাচাই করছি। তাঁরা যেখানকার বাসিন্দা বলে নিজেদের দাবি করেছেন, সেখানে গিয়ে আমরা তা পরীক্ষা করছি। এখনও পর্যন্ত, আমরা ৫০০-৬০০ জনকে শনাক্ত করেছি। এবং তাঁদের যাচাইকরণ প্রক্রিয়া এখনও চলছে। প্রায় ২০০ জনের কাছ থেকে নথি নেওয়া হয়েছে। বাকিদেরও কাছ থেকে নথি নেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি কেবল অবৈধ শরণার্থীদের শনাক্ত করার জন্য। যদি অবৈধ শরণার্থীদের পাওয়া যায়, তাহলে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"

Amit shah