নিজস্ব সংবাদদাতাঃ গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে গেলেই টাকা চাওয়া হচ্ছে গ্রাহকদের থেকে। যদিও বা বিনামূল্যেই এই কাজটা করার কথা। তবে কোথাও নেওয়া হচ্ছে চার্জ। তো আবার কোথাও বাধ্যতামূলক ভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে সুরক্ষা পাইপ। এই আবহে এবার বড় পদক্ষেপ ইন্ডিয়ান অয়েলের। সমস্যার সমাধানের জন্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, আধার লিঙ্ক করতে কোনও টাকা লাগছে না। শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েলের তরফে একটি টোল ফ্রি নম্বর চালুর ঘোষণা করা হয়েছে।
এই আবহে ভবিষ্যতে আধার লিঙ্ক করানোর জন্য কোনও ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগ করা যাবে ১৮০০২৩৩৩৫৫৫ - টোল ফ্রি নম্বরে। সংস্থার আশ্বাস, অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে।