নিজস্ব সংবাদদাতাঃ সাবধান ! পৃথিবীর দিকে আছড়ে পড়তে চলেছে উপগ্রহ। সূত্র মারফত জানা গিয়েছে যে, কক্ষপথ ভুলে ফের একবার পৃথিবীর দিকে ফেরত আসতে চলেছে ২০ টি উপগ্রহ। এমনই তথ্য দিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ' স্পেসএক্স '।
/anm-bengali/media/post_attachments/1b291dcc9582615e5d57dfa3025c6fd0776eba93c50a8e2b8120a074a9b92db8.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত ১১ জুলাই কুড়িটি উপগ্রহ নিয়ে ভ্যান্দেনবার্গ স্পেস ফোর্স বেসের স্পেসএক্স উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দিয়েছিল ফ্যালকন ৯ রকেট। কিন্তু, তারা নির্দিষ্ট কক্ষপথ ছেড়ে অনেক কম ব্যাসের কক্ষপথে এলোমেলোভাবে ঘুরতে থাকে। অনেক কষ্টে সেগুলিকে পুনরায় সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজ্ঞানিরা। ফলে বাধ্য হয়ে তারা মিশন বাতিল করে। সুতরাং, সেগুলি ফের একবার পৃথিবীর বুকে ফিরে আসতে চলেছে।
/anm-bengali/media/post_attachments/d31af0d0e9cacf31aa47086a9f99c27e9ac601cb71d4efd0e20fdf2ec54794f6.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)