‘জয় শ্রী রাম’ নিয়ে কুমন্তব্য, এ রাজাকে ‘রাবণ’ বললেন রামানুজাচার্য

'শাস্ত্র বলে যে রাবণও শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় "রাম" বলেছিল'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
05_03_2024-a_raja_ram_5_march_2024.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: 'জয় শ্রী রাম' এবং ভারতের ধারণা সম্পর্কে ডিএমকে নেতা এ রাজার মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ সম্পর্কে জগদগুরু রামানুজাচার্য এদিন বলেন, “এ রাজার মনে রাখা উচিত যে সমগ্র বিশ্ব এখন 'রামময়' হয়ে রয়েছে। আপনি যদি রামকে বিশ্বাস না করেন তাহলে মনে প্রশ্ন রাখবেন যে দেশ কি আপনাকে বিশ্বাস করে? তাঁর এই কথা শুনে মনে হচ্ছে বিতর্কিত বক্তব্য দেওয়ার প্রতিযোগিতা আছে কোনও। আর সেখানেই যেন তিনি অংশ নিয়েছেন। দক্ষিণ ভারতে রাবণের একটি ঐতিহ্য রয়েছে। রাবণ ভগবান রামকে তার আগে দেখতেন কিন্তু বলতেন তিনি বিশ্বাস করেননা। কিন্তু শাস্ত্র বলে যে রাবণও শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় "রাম" বলেছিল। তাই রাবণকেও মনে রাখা উচিত আপনার”।

 

Add 1

স্ব

স