নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভার বাইরে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লাগানোর অভিযোগ আনা হয়েছে। ছবির নিচে ক্যাপশনে লেখা হয়েছে ' তৃণমূলের দালাল '। এই ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই ছবি দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে।
এক্ষেত্রে প্রসঙ্গত যে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে নানা বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জোটে থাকার দাবি করেছেন। তিনি বলেছেন যে, ' তিনি নিজেই এই জোট তৈরি করেছেন। '
ইন্ডিয়া জোট প্রসঙ্গে অধীর চৌধুরী জানিয়েছিলেন যে, " মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাবে খাতির করতে পারব না। যে মহিলা আমাদের খতম করেছে আমি সমর্থন করতে পারি না তাকে। এখানে কোনও দ্বৈতমত নেই। এখানে লড়াইটা আমাদের নৈতিকতার। "
অধীর রঞ্জনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, " মমতা জোটে আছেন এটা নিশ্চিত। অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস দলের হাইকমান্ড আছে। আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। আমরা যা বলব সেটাই মানতে হবে। যদি কেউ মানতে না পারেন, তাহলে তিনি বেরিয়ে যেতে পারেন। "
খাড়গের এই মন্তব্যকে ঘিরে মুখ্যমন্ত্রী এবং খাড়গের 'বোঝাপড়া' নিয়ে মৃদু কটাক্ষের শিকার হয়েছেন তারা। ইন্ডিয়া জোটে মমতার অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।