নিজস্ব প্রতিবেদন : শুক্রবার দিল্লির মডেল টাউন এলাকায় ঘটে যাওয়া একটি নিন্দনীয় ঘটনায় প্রকাশ্যে প্রস্রাব না করার অনুরোধ করায় এক ফুথপাতবাসীকে মারধরের শিকার হতে হয়েছে। এই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা সমাজের নিরাপত্তা ও আচরণের ক্ষেত্রে গভীর প্রশ্ন তুলে ধরেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রামফল নামের ওই ব্যক্তি ফুটপাথে শুয়ে ছিলেন। সেই সময় বাইকে করে দুই সঙ্গীসহ আসেন অভিযুক্ত আরিয়ান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা জামা ও কালো প্যান্ট পরা আরিয়ান একটি লাঠি নিয়ে বাইক থেকে নেমে আসেন। তিনি প্রথমে রামফলের মুখের ঢাকা খুলে দেখেন, এরপর অকথ্যভাবে মারধর শুরু করেন। অভিযুক্ত যুবকের দুই সঙ্গী ঘটনাটি নির্বিকারভাবে দেখছিলেন। মারধরের ফলে রামফল ঘুম থেকে উঠে পড়লেও হামলার তীব্রতা তার উপর চলতেই থাকে। প্রায় এক মিনিট ধরে চলা এই বর্বরতা শেষে আরিয়ান এলাকা ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত যুবকের পরিচয় নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, আগের দিন প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনাকে কেন্দ্র করে আরিয়ান ও রামফলের মধ্যে অশান্তি হয়। ওই অশান্তির প্রতিশোধ নিতেই এই নির্মম হামলা চালানো হয়েছে। পুলিশ দ্রুত মামলা দায়ের করে আরিয়ানকে গ্রেফতার করে। তবে পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় সমাজে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।