নিজস্ব সংবাদদাতা: হাওড়া থেকে রাঁচিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আমিষ খাওয়ার পরিবেশ করার অপরাধে প্যান্ট্রিকারের দুই কর্মীকে থাপ্পড় মারলেন এক যাত্রী। যাত্রী খাবার প্যাকেজের লেবেলটি পড়েননি। খাবারের প্যাকেট খুললেই তিনি বুঝতে পারেন সেখানে আমিষ খাবার রয়েছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি প্যান্ট্রিকারের ম্যানেজারকে ডেকে পাঠান। প্যান্ট্রিকারের ম্যানেজার কান ধরে ক্ষমা চাইলেও ওই যাত্রী দুই কর্মীকে থাপ্পড় মারেন। এরপরেই বন্দে ভারতের অন্যান্য যাত্রীরা রেগে যান। ওই যাত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন। পুরো বিষয়টি তখনই প্রকাশ্যে আসে যখন ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এবং শীঘ্রই ভাইরাল হয়।