নতুন রূপে অযোধ্যা, এবার প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

অযোধ্যা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
nb

file pic

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যা রেল স্টেশনের নতুন নামকরণ করে 'অযোধ্যা-ধাম' জংশন করা হয়েছে বলে জানিয়েছেন অযোধ্যার সাংসদ লালু সিং। এই বিষয়ে অযোধ্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, "২০১৯ সালের পর অযোধ্যায় অনেক পরিবর্তন দেখা গেছে। এটি 'নব অযোধ্যা, ভব্য অযোধ্যা'। স্টেশনটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই উন্নয়নের জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই।" 

hire