নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন হাসান চিশতীর ৮১৩ তম উরসে যোগ দিতে ১০০ জন পাকিস্তানি তীর্থযাত্রী আজমিরে এসেছেন এবং আজমির শরিফ দরগায় 'চাদর' নিবেদন করেছেন। একজন তীর্থযাত্রী বলেছেন, "আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি। আমরা আশা করি মোদীজি আমাদের ভিসা দিতে থাকবেন। কোয়াজা গরীব নওয়াজ।"