রাত পোহালেই টেট পরীক্ষা, রাস্তায় নামছে প্রচুর পরিমাণে সরকারি বাস

টেট পরীক্ষার্থীদের জন্য রাস্তায় প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে। ঝাড়গ্রামে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, সেই দিকে নজর দেওয়া হবে বলেও তিনি জানান।

author-image
Tamalika Chakraborty
New Update
transport minister edit.jpg

নিজস্ব সংবাদদাতা: রবিবার রাজ্যে প্রাথমিক শিক্ষক পদের জন্য টেট পরীক্ষা হবে। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দেবেন। তাই টেট পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য এবং পরীক্ষা শেষ হওয়ার পর তারা যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্য প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে বলে শনিবার ঝাড়গ্রামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের মহকুমা ও জেলা স্তরে ৬৭ টি কন্ট্রোল রুম খোলা থাকবে। ওই কন্ট্রোল রুমগুলি থেকে পরিস্থিতির উপর নজর রাখা হবে। সেই সঙ্গে তিনি বলেন সুষ্ঠুভাবে যাতে টেট পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্য পরিবহণ দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে। ফেরিঘাট চালু থাকবে। তিনি বেসরকারি বাস মালিকদের বেশি পরিমাণে রবিবার রাস্তায় বাস রাখার জন্য আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন প্রতিবছর টেট পরীক্ষা হওয়া উচিত। তাই টেট পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য পরিবহণ দফতরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে এবং বাড়ি ফিরে আসতে যাতে কোনো অসুবিধা না হয় তা সুনিশ্চিত করা হয়েছে। এছাড়াও তিনি বলেন পুলিশ প্রশাসন সহ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে টেট পরীক্ষা সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে  ব্রিগেডে  লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের কর্মসূচি হল টেট পরীক্ষা। যে কোনও সংগঠন অনুষ্ঠান করতে পারে তাতে কোন বাধা নেই। কিন্তু সরকারের কর্মসূচি সরকারকে পালন করতে হয়। তাই রবিবার টেট পরীক্ষা নিয়ে কোন অসুবিধা হবে না বলেও তিনি জানান।