মুখ্যমন্ত্রী হিসেবে রেখার শপথ গ্রহণ এক ঐতিহাসিক মুহূর্ত ! বিজেপি নেতা তরুণ চুঘ

আজ রেখার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের দলের একজন সাধারণ কর্মীকে, দিল্লি শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমাদের দেশের গণতন্ত্রের শক্তিকে প্রমাণ করে।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Tarun Chughaq2.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে এবার বসছেন বিজেপির মহিলা মুখ রেখা গুপ্তা। আর এবার এই মুহূর্তটিকেই এক ঐতিহাসিক মুহূর্ত বলে দাবি করলেন বিজেপির ন্যাশনাল স্পোকপার্সন তরুণ চুঘ।

rekhacm

 তিনি বলেন, "আজ রেখার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের দলের একজন সাধারণ কর্মীকে, দিল্লি শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমাদের দেশের গণতন্ত্রের শক্তিকে প্রমাণ করে।" এছাড়াও তিনি বলেন, "দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বিকশিত ভারত' গঠনের সংকল্প পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"