সারি সারি পড়ে দেহ, ছেলেকে খুঁজে চলেছে অসহায় বাবা

গত ২ জুন শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর জেলায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৬১ জনের মৃত্যুর খবর মিলেছে। সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বাড়তে পারে।

author-image
SWETA MITRA
New Update
boy train.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চোখের সামনে পড়ে রয়েছে সারি সারি মানুষের দেহ। তারই মাঝে কিছু একটা খুঁজে চলেছেন এক বৃদ্ধ। ‘কী খুঁজছেন?’ প্রশ্ন শুনতেই সেই বৃদ্ধ বলছেন ‘ছেলেকে খুঁজছি। সেও করমণ্ডল এক্সপ্রেসে যাচ্ছিল (Coromandel Express)। পুলিশকে বলেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না ছেলেকে।‘ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও খুবই ঘোরাফেরা করছে। আর এহেন বেদনাদায়ক ভিডিও দেখে রীতিমতো চোখ ভিজেছে নেটিজেনদের। এক বাবার আর্তনাদে মন কেমন হচ্ছে সকলেরই। প্রশ্ন একটাই...ছেলেটি কি আদৌ বেঁচে আছে? এই অসহায় বাবা কী নিজের ছেলেকে খুঁজে পাবেন? গত ২ জুন শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর জেলায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৬১ জনের মৃত্যুর খবর মিলেছে। সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে শনিবার যৌথ পরিদর্শনের রিপোর্টে জানা গিয়েছে, সিগন্যালের ত্রুটির কারণে ওড়িশায় এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।