নিজস্ব সংবাদদাতাঃ আসামের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছে চার বছরের শিশু। তাকে খুঁজতে এক হাতে ছেলের চপ্পল, অন্য হাতে একটি রড নিয়ে বেড়িয়েছেন অহায় বাবা।
চারদিক জলমগ্ন, বৃষ্টি পড়ছে অনবরত। নিখোঁজ ছেলের উদ্দেশে বিলাপ করে বলে চলেছেন, ' তোকে না পাওয়া পর্যন্ত আমি থামব না!বাড়িও ফিরব না। ' এমনই করুণ ছবি দেখা গেল অসমের গুয়াহাটিতে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, কোমর সমান জলের মধ্যে দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছিলেন বাবা এবং ছেলে। আচমকাই স্কুটারটি একটি ঝাঁকুনি খায়, আর বাবার পিছনে বসে থাকা চার বছরের ছোট্ট ছেলেটি ছিটকে পরে যায়। চোখের নিমেষে ভেসে যায় চার বছরের শিশু।
কাঁদতে কাঁদতে বাবা জানান, '' ছেলে পড়ে যেতেই আমিও লাফ মেরে ওকে ধরার চেষ্টা করি। ওর হাতটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ধরতে পারলাম না। ''
এই খবর যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে। শিশুটিকে খুঁজতে স্নিফার ডগ, সুপার সাকার, এক্সক্যাভেটর এবং উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে। শিশুটির পরিবারের সাথে কথা বলে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।