সিকিমে ভয়াবহ হরপা বান, সাহায্যের আর্জি সরকারের

চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকার ১৫-২০ ফুট উচ্চতা পর্যন্ত জলস্তর হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটামের কাছে বারডাং-এ দাঁড়িয়ে থাকা একাধিক সেনা গাড়ি ভেসে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
sikkim flood.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) ভয়াবহ রূপ আকার ধারণ করেছে সিকিম (Sikkim)। শুধু সিকিম বললে ভুল হবে, ভারী বৃষ্টির কারণে গোটা উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা (Cloud Burst) বৃষ্টি। যার জেরে লাচেন উপত্যকায় তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক এলাকা এদিকে মেঘ ভেঙে যাওয়ায় সিংটামে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্ধার কাজ চলছে। বিজেপির রাজ্য সভাপতি ডাঃ থাপা বলেছেন, "বেশ কয়েকটি সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি সমস্ত প্রতিষ্ঠানকে সিকিমকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। আমি সকালে পরিস্থিতি পর্যালোচনা করেছি এবং আবারও করব।"