নিজস্ব সংবাদদাতা: ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সাং উ লিম শ্রীনগরের ডাল লেকের একটি ভোট কেন্দ্রে যান। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটি প্রথমবার যে আমি এই অঞ্চলের এই অংশে যাচ্ছি। এই ভাসমান (পোলিং) কেন্দ্রটি দেখতে খুব চিত্তাকর্ষক। আমার মনে হয় না আমি এর আগে এরকম কিছু দেখেছি। আমার জীবনে কখনও।”
প্রায় এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। বুধবার সেখানে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হয়েছে। শ্রীনগরে ভোট দিতে আসা মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে দেশ সহ বিশ্বের উত্তেজনা তুঙ্গে। অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পরেই এই প্রথম জম্মু ও কাশ্মীরে ভোট হচ্ছে। জম্মুতে বিজেপির শক্ত ঘাঁটি হলেও কাশ্মীরে বিজেপি যথেষ্ঠ দুর্বল।