নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির পাশামিলারাম শিল্পাঞ্চলে এনভিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের গাড়ি।
/anm-bengali/media/media_files/o991cGFllc63X2Bu2bM2.jpg)
/anm-bengali/media/media_files/Nwumg02OVckdHTFzJMcz.jpg)
এই বিষয়ে সাঙ্গারেড্ডির ফায়ার অফিসার এস শ্রীকান্ত রেড্ডি বলেন, "দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)