মন্ত্রীর চাপে আত্মহত্যা করতে বাধ্য হলেন এক ঠিকাদার! চাঞ্চল্যকর অভিযোগ উঠছে

কর্ণাটকে মন্ত্রীর চাপে এক ঠিকাদার আত্মহত্যা করতে বাধ্য হলেন বলে অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka bjp leader1


নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিদারে এক ঠিকাদার আত্মহত্যা করেছে বলে অভিযোগ | কর্ণাটক বিজেপির সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র বলেছেন, "কংগ্রেস নেতাদের ক্রমাগত হুমকি এবং চাপের ফলে শচীন পাঞ্চালের মৃত্যু হয়েছে। রাজু কাপানুর হলেন প্রিয়াঙ্ক খাড়গের ডান হাত।  শচীন এবং তার পুরো পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন  রাজু কাপানুর। সেই চাপ সহ্য করতে না পেরে শচীন পাঞ্চাল আত্মহত্যা করেছে। সিদ্দারামাইয়ার মন্ত্রিসভা থেকে প্রিয়াঙ্ক খাড়গেকে  অবিলম্বে  সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি। ন্যায্য তদন্ত হওয়া দরকার। শচীনের পরিবার বলেছে যে স্থানীয় পুলিশের উপর তাদের আস্থা নেই কারণ পুলিশ চাপের মধ্যে রয়েছে। তারা সিবিআই তদন্ত দাবি করেছে। সিদ্দারামাইয়াকেও তদন্ত হস্তান্তর করতে হবে সিবিআইয়ের কাছে।"

dead body 3.jpg