নিজস্ব সংবাদদাতা: বিজেপির লোকসভা সাংসদ এবং মহারাষ্ট্রের অমরাবতীর বিজেপি প্রার্থী নবনীত রানার বাড়িতে চুরির অভিযোগ। নভনীত রানার স্বামী রবি রানার পরিচারক অর্জুন মুখিয়ার বিরুদ্ধে খার থানায় নথিভুক্ত করা হয়েছে৷
/anm-bengali/media/post_attachments/97e95ebc470bdd667c53076f58b83c33deab1bbe27f47dea1152ea19bc83330b.jpg?VersionId=XaX6cROSp2N6ibvGbicmoQqrvGETVsb7)
অর্জুন মুখিয়া বিহারের বাসিন্দা এবং মুম্বাইয়ের খারে তার ফ্ল্যাট থেকে ২ লাখ টাকা চুরি করে তিনি পলাতক বলে অভিযোগ। এই তথ্য দিয়েছে মুম্বাই পুলিশ।
/anm-bengali/media/post_attachments/8e1df8c2a248b738b290eb9a6ce3b1f761db1261a25dd9cc46a9cc9c2a21e848.jpg)
/anm-bengali/media/post_attachments/3abcd6c5dc3095d50984ef2ad862660088cea223eb333ac60d575ed902a8432e.webp)