নিজস্ব সংবাদদাতা: NEET-PG পরীক্ষা স্থগিত করার বিষয়ে, একজন পড়ুয়া এবার প্রকাশ করলেন ক্ষোভ।
ওই পড়ুয়া বলেন, "NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, NEET-PG ১২ ঘণ্টা আগে স্থগিত করা হয়, NEET-SSC পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এটি দেখায় স্বাস্থ্য খাত নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে...শিক্ষার্থী এবং ডাক্তাররা পরীক্ষার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন, তাদের অনেক খরচ হয়েছে। গড়ে ১০,০০০ টাকা ছিল। এই খরচগুলো সরকারকে পরিশোধ করতে হবে"।