ঝড়ের কারণে নৌকাডুবি! নিহত এক শিশু! কি বললেন সার্কেল অফিসার?

রাজ্যে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর। সেই নিয়ে স্থানীয় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন সার্কেল অফিসার প্রাঞ্জল শর্মা বড়ুয়া।

author-image
Probha Rani Das
New Update
crcll1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আসামের দক্ষিণ সালমারা মানকাচর জেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে সার্কেল অফিসার, প্রাঞ্জল শর্মা বড়ুয়া বলেন, “গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ আমরা ঘটনার খবর পাই। শিশুমারী ঘাট থেকে নেপুরের আলগায় আসার পথে ১৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে এবং এক শিশু ও ৬০ বছর বয়সী এক ব্যক্তিসহ আরও দুজন এখনো নিখোঁজ রয়েছে। এসডিআরএফ দলটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। আসছে এনডিআরএফ টিমও। প্রচণ্ড ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়। তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।” 

asax2.jpg

Add 1