নিজস্ব সংবাদদাতা: দারভাঙ্গায় বিজেপি সাংসদ গোপাল জি ঠাকুরের ভুখ হরতালে অংশগ্রহণ করেছিলেন এক বিজেপি কর্মী। দাঁড়ভাঙ্গা এইমস মামলায় নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তাঁরা। সেখানেই ভুখ হরতাল চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সেই কর্মী এবং তাঁর নিয়ে যাওয়া হল স্থানীয় হাসপাতালে। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপি নেতা অশ্বিনী চৌবে এবং নিশিকান্ত দুবে বিক্ষোভস্থলে রয়েছেন।