নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর থেকেই বিজেপির সঙ্গে জেডি(এস)-এর সুসম্পর্ক তৈরি হতে দেখা যায়। বর্তমানে দুই দলের একসঙ্গে যুক্ত হওয়ার কথা সামনে আসছে। এবার এই বিষয়ে মন্তব্য করলেন জেডি (এস) নেতা এইচডি কুমারস্বামী।
তিনি বলেছেন, "ইয়েদিউরপ্পার গতকালের প্রতিক্রিয়া তার ব্যক্তিগত প্রতিক্রিয়া। এখনও পর্যন্ত আসন ভাগাভাগি বা কোনো কিছু নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে ২ বা ৩ বার দেখা করেছি। পরে দেখা যাক কি হতে যাচ্ছে। আমরা একসঙ্গে আসছি এবং জনগণের সামনে যাওয়ার জন্য আলোচনা করছি। জনগণের এটা দরকার কারণ কংগ্রেস রাজ্য লুট করছে। মানুষের বিকল্প প্রয়োজন। আমি ২০০৬ সালে বিজেপির সাথে হাত মিলিয়েছিলাম। আমার ২০ মাসের প্রশাসনের কারণে আমার সদিচ্ছা তৈরি হয়"।