ড্রেন থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ উদ্ধার

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, মেয়েটি গত ১৪ মে থেকে নিখোঁজ ছিল। সেইসঙ্গে মেয়েটি বাড়িতে একটি সুইসাইড নোট রেখে বাড়ি থেকে চলে গিয়েছিল। এহেন ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
deadd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পরীক্ষায় দুটি বিষয়ে উত্তীর্ণ না হওয়ায় চরম সিদ্ধান্ত নিল এক পড়ুয়া। ড্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, মেয়েটি গত ১৪ মে থেকে নিখোঁজ ছিল। সেইসঙ্গে মেয়েটি বাড়িতে একটি সুইসাইড নোট রেখে বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর মেয়েটির বাবা-মা পিএস অমন বিহারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এরপর আজ ১৪ মে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, সিআরপিসির ১৭৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে।  

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত ১২ মে রাত সাড়ে ৯টার দিকে মেয়েটির পরিবার অমন বিহার থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে।

মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছেন যে তাঁর মেয়ে দ্বাদশ শ্রেণিতে দুটি বিষয়ে ফেল করেছিল। এরপর থেকেই মেয়েটি বিষণ্ণ হয়ে পড়েছিল।