প্রবল গরমের ৭২ ঘন্টা, এক লহমায় শেষ ৯৯টি প্রাণ!

গত ৭২ ঘন্টায়, ৯৯ জন কালেক্টর প্রাণ হারিয়েছেন সান স্ট্রোকের কারণে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heatwave wb

File Picture

নিজস্ব সংবাদদাতা: গরমে পুড়ছে ওড়িশা। প্রতিদিনই বাড়ছে প্রবল গরমের জেরে মৃতের সংখ্যা। খুব প্রয়োজন ছাড়া এই প্রবল তাপপ্রবাহে মানুষকে বাড়ির বাইরে বেড়তে নিষেধ করছে ওড়িশা সরকার।

_130367591_italyheatwave.jpg

যা জানা যাচ্ছে, গত ৭২ ঘন্টায়, ৯৯ জন কালেক্টর প্রাণ হারিয়েছেন সান স্ট্রোকের কারণে। তবে ৯৯টি কেসের মধ্যে ২০টি মৃত্যুর ঘটনা যে সান স্ট্রোকের জন্যেই হয়েছে, তা নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে এবারের গরমে, মোট ১৪১টি সান স্ট্রোকে মৃত্যুর ঘটনা ঘটলো। যা চিন্তা বাড়িয়েছে এরাজ্যের বাসিন্দাদের। ১৪১টি কেসের মধ্যে ২৬ টি ঘটনা যে সান স্ট্রোকের কারণেই, তা নিশ্চিত করেছে ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার।

heatwave-odisha.jpg

Add 1